kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক    

১৫ আগস্ট, ২০২১ ১১:৪৮ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: কালের কণ্ঠ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

আজ রবিবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় স্পিকার ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। সাতদিনের সেরা