kalerkantho

বুধবার । ১৪ আশ্বিন ১৪২৮। ২৯ সেপ্টেম্বর ২০২১। ২১ সফর ১৪৪৩

করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

অনলাইন ডেস্ক   

১ আগস্ট, ২০২১ ১৮:৩৩ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৯১৬ জনে।

আজ শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪৪ জনের। গতকাল দেশে ৪৯ হাজার ৫২৯ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল মিলেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯.৯৭ শতাংশ।

এর আগে গতকাল রবিবার করোনাভাইরাসে দেশে মৃত্যু হয় ২১৮ জনের। গতকাল করোনা শনাক্ত হয় ৯ হাজার ৩৬৯ জন। সে হিসেবে আজ সোমবার করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।সাতদিনের সেরা