kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

অবসরে আপিল বিভাগের বিচারপতি আবু বকর সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক   

২৯ জুলাই, ২০২১ ১৯:২৬ | পড়া যাবে ২ মিনিটেঅবসরে আপিল বিভাগের বিচারপতি আবু বকর সিদ্দিকী

অবসরে চলে গেলেন আপিল বিভাগের বিচারপতি আবু বকর সিদ্দিকী। বুধবার ২৮ জুলাই তিনি অবসরে গেছেন। ফলে বিচারপতি আবু বকর সিদ্দিকীর ৪১ বছরের কর্মজীবনের পরিসমাপ্তি ঘটলো। তার অবসরের মধ্যদিয়ে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা কমে দাঁড়াল ৫ জনে।

সংবিধান অনুযায়ী একজন বিচারপতি ৬৭ বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। বিচারপতি আবু বকর সিদ্দিকী ১৯৫৪ সালের ২৯ জুলাই কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে গত ২৮ জুলাই তার বয়স ৬৭ বছর পূর্ণ হয়। তবে গত ১৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন ছুটি থাকায় গত ১৫ জুলাই ছিল তার শেষ কর্মদিবস। একারণে ১৫ জুলাই তাকে আইনজীবীদের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে। তাঁর আপন ছোট ভাই বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীও আপিল বিভাগের একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের ইতিহাসে আপন দুইভাইয়ের একসঙ্গে আপিল বিভাগের বিচারপতি পদে থাকা এই প্রথম কোনো ঘটনা।

বিচারপতি আবু বকর সিদ্দিকীর পিতা মরহুম আব্দুল গফুর মোল্লা, মা-নুর জাহান বেগম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এলএলবি সম্পন্ন করেন। এরপর ১৯৭৯ সালে কুষ্টিয়া জেলা আদালতে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন। এর একবছর যেতে না যেতেই ১৯৮০ সালের ২৩ এপ্রিল তিনি মুনসেফ হিসেবে বিচারিক জীবন শুরু করেন। পরে ১৯৯৭ সালের ৭ মে জেলা জজ হিসেবে পদন্নোতি পান। ২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের ৯ অক্টোবর তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিচারপতি আবু বকর সিদ্দিকী নিজে একজন সক্রিয় মুক্তিযোদ্ধা। তাঁর পিতাও মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন।সাতদিনের সেরা