kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

করোনায় মৃত্যু আবারও বাড়ল, শনাক্তও বেড়ে দ্বিগুণ

অনলাইন ডেস্ক   

২৫ জুলাই, ২০২১ ১৭:৩১ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় মৃত্যু আবারও বাড়ল, শনাক্তও বেড়ে দ্বিগুণ

মারণভাইরাস করোনায় আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৭৪ জনের। এ ছাড়াও নতুন করে ১১২৯১ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনে। আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গত শনিবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৯৫ জনের মৃত্যু হয়। শনাক্ত হয়েছে ছয় হাজার ৭৮০ জনের শরীরে। এদিকে, শুক্রবার ১৬৬, বৃহস্পতিবার ১৮৭, বুধবার ১৭৩, মঙ্গলবার ২০০ ও সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। সাতদিনের সেরা