kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেলেন নৌপ্রধান

অনলাইন ডেস্ক   

২৩ জুলাই, ২০২১ ২০:৩৬ | পড়া যাবে ১ মিনিটেরাষ্ট্রীয় সফরে রাশিয়া গেলেন নৌপ্রধান

রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আজ শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান বলে জানিয়েছে আইএসপিআর।

রাশিয়া সফর কালে নৌপ্রধান আগামী ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য ৫ম মেইন নেভাল প্যারেড-এ অংশগ্রহণ করবেন। নৌপ্রধান ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা নৌবাহিনী প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত-বিনিময় করবেন। পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়া নৌপ্রধান দেশটির নৌজাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

রাষ্ট্রীয় সফর শেষে নৌপ্রধান আগামী ৩০ জুলাই দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।সাতদিনের সেরা