kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

কোরবানি দেখতে ছাদে, পড়ে গিয়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক   

২২ জুলাই, ২০২১ ১২:৩৫ | পড়া যাবে ১ মিনিটেকোরবানি দেখতে ছাদে, পড়ে গিয়ে শিশুর মৃত্যু

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় কোরবানির গরু জবাই দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে শাহাদাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২১ জুলাই) ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম সাংবাদিকদের জানান, গতকাল ঈদের দিন মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় একটি দ্বিতীয় তলার বাসার ছাদে দাঁড়িয়ে নিচে গরু কোরবানি দেখছিল শিশুটি। এক পর্যায়ে ছাদের রেলিং না থাকায় পা পিছলে নিচে পড়ে যায়। পড়ে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে হাসপাতালে ভর্তি করা হলে রাত আনুমানিক দুইটার দিকে শিশুটি মারা যায়।সাতদিনের সেরা