kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক   

১১ জুলাই, ২০২১ ২১:০২ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ঈদুল আযহার  শুভেচ্ছা জানিয়েছেন।

বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা আজ রবিবার দুপুরে বিরোধীদলীয় নেতার পক্ষে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু'র গণভবন কমপ্লেক্সের বাসভবনে এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

এছাড়াও আজ বিকেলে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির বাসভবনে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির ঈদ শুভেচ্ছা কার্ড পৌঁছানো হয়।

উল্লেখ্য, ৬ জুলাই বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সাতদিনের সেরা