kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে বিরোধীদলীয় নেতার শোক

এ নির্মম মৃত্যু সহজে মেনে নেওয়ার নয়: রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক   

৯ জুলাই, ২০২১ ১৬:৫২ | পড়া যাবে ১ মিনিটেএ নির্মম মৃত্যু সহজে মেনে নেওয়ার নয়: রওশন এরশাদ

ফাইল ফটো

নারায়ণগন্জের রূপগন্জে খাদ্যপণ্য কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ শুক্রবার এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, মৃত্যু ও হতাহতের ঘটনা বেড়েই চলছে। এ নির্মম মৃত্যু সহজে মেনে নেওয়ার নয়। তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন,তদন্তে দুর্ঘটনার জন্য দায়ী কিংবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর শস্তিমূলক ব্যবস্হা নিতে হবে। অগ্নিদগ্ধদের যথাযথ চিকিৎসা  নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত  ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।সাতদিনের সেরা