kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

রেকর্ড শনাক্তের দিনে মৃত্যু দ্বিতীয় সর্বোচ্চ

অনলাইন ডেস্ক   

৩০ জুন, ২০২১ ১৮:০৬ | পড়া যাবে ২ মিনিটেরেকর্ড শনাক্তের দিনে মৃত্যু দ্বিতীয় সর্বোচ্চ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ১১৫ জনের মৃত্যু হয়েছে। যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। গত রবিবার (২৭ জুন) ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ১১৯ জনের। যা এখন পর্যন্ত রেকর্ড।

এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৫০৩ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে নতুন আরো ৮ হাজার ৮২২ জন। যা এ পর্যন্ত রেকর্ড। এর আগে গত ২৮ জুন আট হাজার ৩৬৪ জন রোগী শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া আট হাজার ৮২২ জন নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৪৫০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৫ জনের মধ্যে ১৭ জন ঢাকার। এ ছাড়া চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ২৩, খুলনায় ৩০, বরিশালে ২, সিলেটে ৩, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ছয়জন মারা গেছেন।সাতদিনের সেরা