kalerkantho

সোমবার । ১১ শ্রাবণ ১৪২৮। ২৬ জুলাই ২০২১। ১৫ জিলহজ ১৪৪২

করোনাভাইরাস; ২৪ ঘণ্টায় কোথায় কত মৃত্যু

অনলাইন ডেস্ক   

২৫ জুন, ২০২১ ১৯:২৫ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস; ২৪ ঘণ্টায় কোথায় কত মৃত্যু

প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ১০৮ জনের মৃত্যু হয়েছে। এটি দেশের দ্বিতীয় সর্বচ্চো মৃত্যুর রেকর্ড। দ্বিতীয় সর্বচ্চোর মৃত্যুর দিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনাতে এবং কম মৃত্যু ময়মনসিংহ বিভাগে।

এর আগে, গত ১৯ এপ্রিল সারা দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেটি এখন পর্যন্ত দেশে সর্বচ্চো মৃত্যুর রেকর্ড।

আজ শুক্রবার স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্যে জানা যায়, দেশে করোনাভাইরাসে ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৯৭৬ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরো পাঁচ হাজার ৮৬৯ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৭৮ হাজার ৮০৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী- বিভাগওয়ারী হিসেবে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহীতে ১৬ জন, খুলনায় ২৭ জন, সিলেটে তিনজন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহে চারজনের মৃত্যু হয়।সাতদিনের সেরা