kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

নাতি হারালেন ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক   

২১ জুন, ২০২১ ১৯:৪৪ | পড়া যাবে ১ মিনিটেনাতি হারালেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়ার নাতি (কন্যার পুত্র) মো: ফাহিম আলম রাফি আজ সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৬ বছর।

ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন বিশ্বাস জানিয়েছেন, মরহুমের নামজের জানাযা আগামীকাল বাদ ফজর তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটায় অনুষ্ঠিত হবে। ডেপুটি স্পিকার তার নাতির বিদেহী আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, মরহুম রাফি ডেপুটি স্পিকারের অতি আদরের ছিলেন এবং নানার বাসভবনে তার সাথেই থাকতেন। তিনি ডেপুটি স্পিকারের দ্বিতীয় কন্যার প্রথম সন্তান।সাতদিনের সেরা