kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

শেরেবাংলার নাতনি জাকিয়া বানু আর নেই

অনলাইন ডেস্ক   

২১ জুন, ২০২১ ১৮:১১ | পড়া যাবে ১ মিনিটেশেরেবাংলার নাতনি জাকিয়া বানু আর নেই

শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি জাকিয়া বানু (৯১) রবিবার সকালে গুলশানের বাসায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)। তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ আছর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।

জাকিয়া বানু ঢাকা লেডিস ক্লাব প্রতিষ্ঠাতাদের একজন। এ ছাড়া তিনি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা এএইচএম ওয়াজীর আলী ছিলেন শেরেবাংলার জামাতা এবং ভাগ্নে। তিনি প্রথম বাঙালি মুসলমান এসডিও হিসেবে দায়িত্ব পালন করেন। জাকিয়া বানু তার ছোট মেয়ে। ওয়াজীর আলীর বড় মেয়ে রাজিয়া বানু ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন। সংবাদ বিজ্ঞপ্তি।সাতদিনের সেরা