kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

মৃত্যু ৫৪, শনাক্ত ৩৮৮৩

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

অনলাইন ডেস্ক   

১৮ জুন, ২০২১ ১৭:৪৯ | পড়া যাবে ২ মিনিটে২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৮৩ জন। এর আগে বৃহস্পতিবার (১৭ জুন) ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৬৩ জনের এবং শনাক্ত হয়েছিল ৩ হাজার ৮৪০ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন। ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮৮২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ৮৮ হাজার ৫৩৯টি। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৪ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগেরই ১৫ জন। এছাড়া ঢাকায় ১২, রাজশাহীতে ১২, খুলনায় আট, বরিশালে চার, সিলেটে দুই এবং ময়মনসিংহে একজন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৯ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন দুজন। বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন।সাতদিনের সেরা