kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

আলমাস সুপার শপকে দুই লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক   

১৮ জুন, ২০২১ ০৩:১০ | পড়া যাবে ১ মিনিটেআলমাস সুপার শপকে দুই লাখ টাকা জরিমানা

রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত সুপারশপ আলমাসকে বিভিন্ন অনিয়মের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে গতকাল আলমাস সুপারশপে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যদ্রব্য এবং যথাযথ মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও লেবেল সংযোজন ছাড়া প্যাকেট করা খাদ্যদ্রব্য বিক্রির দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী সুপারশপটিকে দুই লাখ টাকা জরিমানা করে তা সঙ্গে সঙ্গে আদায় করা হয়। এ সময় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট বিতরণ করা হয়।সাতদিনের সেরা