kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

অনার্স শিক্ষকদের বেতন না দিলে কলেজের অধিভুক্তি বাতিল

অনলাইন ডেস্ক   

১৫ জুন, ২০২১ ২০:৫১ | পড়া যাবে ১ মিনিটেঅনার্স শিক্ষকদের বেতন না দিলে কলেজের অধিভুক্তি বাতিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজগুলোতে কর্মরত নন-এমপিও শিক্ষকদের বেতন দিতে কলেজ প্রশাসনকে নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় বলেছে, শিক্ষকদের বেতন না দেওয়া হলে সংশ্লিষ্ট কলেজের অধিভুক্তি বাতিল করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে কলেজগুলোতে চিঠি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজগুলোকে জানানো যাচ্ছে যে অনার্স অধিভুক্তি প্রদানের আগে ওই কোর্সের নিয়োগকৃত শিক্ষকদের বিষয়ে কলেজ থেকে দেওয়া অঙ্গীকারনামা মোতাবেক তাদের বেতন-ভাতাদি নিয়মিতভাবে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এ নির্দেশনা পালন করা না হলে সংশ্লিষ্ট বিষয়ে অধিভুক্তি বাতিলের কার্যক্রম গ্রহণ করা হবে।সাতদিনের সেরা