kalerkantho

সোমবার । ১১ শ্রাবণ ১৪২৮। ২৬ জুলাই ২০২১। ১৫ জিলহজ ১৪৪২

রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক নিহত

অনলাইন ডেস্ক   

১৩ জুন, ২০২১ ০৮:৪৯ | পড়া যাবে ২ মিনিটেরাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক নিহত

রাজধানীর বনানীতে একটি মিনি পিকআপ ভ্যান ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে পিকআপটির চালক আব্দুল জলিল মোল্লা (৪১) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

গতকাল শনিবার (১২ জুন) দিনগত রাত দেড়টার দিকে বনানী রেলস্টেশনসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মীর মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই মাহফুজুর জানান, বিমানবন্দরগামী দুই যানের মধ্যে দুর্ঘটনাটি ঘটিছে। একটি মিনি পিকআপ ভ্যানে ১৫ জন যাত্রী ছিল। পিকআপ ভ্যানকে পেছন থেকে বেপরোয়া গতির একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির চালকসহ পেছনে থাকা কয়েকজন আহত হন। তাঁদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে  সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে আব্দুল জলিল মোল্লাকে মৃত ঘোষণা করেন।

মাহফুজুর বলেন, নিহত ব্যক্তি পিকআপ ভ্যানটির চালক বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ দুর্ঘটনায় মোট কতজন আহত হয়েছেন, বিস্তারিত এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এছাড়া প্রাইভেট কারের যাত্রীদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় একজন মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। দুই-তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তবে তাঁদের অবস্থা  গুরুতর নয়।  সাতদিনের সেরা