kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

সুপ্রিম কোর্টে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন নারী আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক   

৯ জুন, ২০২১ ১৭:৪৮ | পড়া যাবে ১ মিনিটেসুপ্রিম কোর্টে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন নারী আইনজীবীরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে সুপ্রিম কোর্টে সাধারণ আইনজীবীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থীত নারী আইনজীবীরা।

বুধবার দুপুরে বুধবার ‘মাস্ক পরুন, নিজে সুরক্ষিত থাকুন, অন্যকে সুরক্ষিত রাখুন’- এই স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের চত্বরে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। করোনা মোকাবিলা কমিটি-২ নামে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীব পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জেসমিন সুলতানা, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসি রুপাসহ আওয়ামী সমর্থিত নারী আইনজীবীরা।সাতদিনের সেরা