kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

২৪ ঘণ্টায় করোনায় ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১০৪৩

অনলাইন ডেস্ক   

২৯ মে, ২০২১ ১৬:০২ | পড়া যাবে ১ মিনিটে২৪ ঘণ্টায় করোনায় ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১০৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে ১২ হাজার ৫৪৯ জন হলো। আর নতুন এক হাজার ৪৩ জন শনাক্তসহ এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে। 

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪ জনের।

এর আগে গতকাল শুক্রবার (২৮ মে) দেশে করোনায় ৩১ জন মারা যান এবং শনাক্ত হন ১ হাজার ৩৫৮ জন।সাতদিনের সেরা