kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

সদরঘাটে পল্টুনে পা পিছলে যুবকের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

২৮ মে, ২০২১ ২১:৩৫ | পড়া যাবে ১ মিনিটেসদরঘাটে পল্টুনে পা পিছলে যুবকের মৃত্যু

রাজধানীর সদরঘাট টার্মিনাল এলাকায় পল্টুন থেকে পা পিছলে পানিতে পরে অজ্ঞাত নামা এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। পরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড মর্গে প্রেরণ করেছে সদরঘাট নৌ পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদরঘাট টার্মিনালে পল্টুন দিয়ে হাঁটছিল। হঠাৎ করেই পা পিছলে গিয়ে দুই পল্টুনের মাঝ দিয়ে পানিতে পরে যায় সে। সাথে সাথেই পানিতে তলিয়ে যায়। পরে শুক্রবার দুপুর ১২টার দিকে পল্টুনের সামনে তার লাশটি ভেসে ওঠে।

সদরঘাট নৌ পুলিশ থানার এসআই মো. শহিদুল ইসলাম জানান, লোকমুখে শুনেছি লোকটি বহস্পতিবার রাতে পল্টুন থেকে পড়ে গিয়েছিল। লোকটির পরনে ছিল চেক লুঙ্গি, নীল কালার ফুল হাতার শার্ট। লাশটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোড হাসপাতাল মর্গে পাঠনো  হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।সাতদিনের সেরা