kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

অনিয়ম-দুর্নীতির অভিযোগে

ইউজিসির তদন্ত স্থগিত চেয়ে অধ্যাপক কলিমুল্লাহর হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক   

২৭ মে, ২০২১ ২০:২৭ | পড়া যাবে ২ মিনিটেইউজিসির তদন্ত স্থগিত চেয়ে অধ্যাপক কলিমুল্লাহর হাইকোর্টে রিট

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নামজুল আহসান কলিমুল্লাহ’র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চলমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তদন্ত কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। অধ্যাপক ড. নামজুল আহসান কলিমুল্লাহ নিজেই গত ২৩ মে হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেছেন।

রিট আবেদনে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে গত ১৫ মে ইউজিসির দেওয়া নোটিশ চ্যালেঞ্জ করা হয়েছে। এই নোটিশের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।

জানা যায়, অভিযোগের বিষয়ে ব্যাখা দিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হতে অধ্যাপক ড. নামজুল আহসান কলিমুল্লাহকে গত ১৩ এপ্রিল চিঠি দেয় ইউজিসি। এই চিঠি পাবার পর জবাব দাখিল ও হাজির হতে সময় চেয়ে গত ১২ মে ইউজিসিকে আবেদন দেন অধ্যাপক ড. নামজুল আহসান কলিমুল্লাহ। কিন্তু ইউজিসি তাকে ১৫ মে আরেকটি চিঠি দেয়। এই চিঠিতে তাকে ২০ মে ইউজিসিতে হাজির হতে বলা হয়। এ অবস্থায় ইউজিসির ১৫ মে’র চিঠি চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন অধ্যাপক ড. নামজুল আহসান কলিমুল্লাহ।

আগামী সপ্তাহে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।সাতদিনের সেরা