kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

বাজেটে শিক্ষা খাতে মোট আয়ের ২০ ভাগ বরাদ্দ দাবি

আগামীকাল 'স্বাশিপ' এর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   

২৩ মে, ২০২১ ২০:২২ | পড়া যাবে ১ মিনিটেবাজেটে শিক্ষা খাতে মোট আয়ের ২০ ভাগ বরাদ্দ দাবি

করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় একটি টেকসই শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি অনুরূপ মেডিকেল ও বাড়ীভাড়া  প্রদান, করোনায় ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষাঙ্গণে ফিরিয়ে আনার লক্ষ্যে তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্হা গ্রহণ, সর্বোপরি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের সূচনার দাবি করছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

এ লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষা খাতে মোট আয়ের সর্বনিন্ম ১৫% এবং  পর্যায়ক্রমে ২০% বরাদ্দের দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর উদ্যোগে সংবাদ সম্মেলন আগামীকাল সোমবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন স্বাশিপ সভাপতি প্রফেসর আবদুল মান্নান চৌধুরী এবং  লিখিত বক্তব্য পাঠ করবেন স্বাশিপ সাধারণ মানুষের অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।সাতদিনের সেরা