kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

অসুস্থ রিজভীকে দেখতে গেলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক   

২২ মে, ২০২১ ১৫:৩১ | পড়া যাবে ১ মিনিটেঅসুস্থ রিজভীকে দেখতে গেলেন মির্জা ফখরুল

অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে তার বাসায় গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি রিজভীর বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুরের বাসায় রিজভী শারীরিক খোঁজ নিতে যান ফখরুল। এসময় তিনি তার পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে জানেন।

এসময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।

গত ৯ মে স্কয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন বিএনপির এ নেতা। বাসায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।সাতদিনের সেরা