kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

সিনিয়র সাংবাদিক খোন্দকার ফজলুর রহমান আর নেই

অনলাইন ডেস্ক   

১৬ মে, ২০২১ ১৫:৪৩ | পড়া যাবে ১ মিনিটেসিনিয়র সাংবাদিক খোন্দকার ফজলুর রহমান আর নেই

খ্যাতিমান সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও ডেইলি অবজারভারের যুগ্ম বার্তা সম্পাদক খোন্দকার ফজলুর রহমান (ফিউরি) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

গতকাল শনিবার দুপুর আড়াইটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন তিনি শ্বাসনালীর ক্যান্সারে ভুগছিলেন।

তিনি সত্তরের দশকে দি বাংলাদেশ অবজারভারে সাংবাদিকতা শুরু করেন। কয়েক বছর ধরে ডেইলি অবজারভারে কাজ করছিলেন। কিছুদিন বার্তা সংস্থা ইউএনবিতে কাজ করেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার উল্লেখযোগ্য প্রকাশনা হলো সমকালীন প্রেমের গল্প (সম্পাদনা), সত্তর দশকে প্রায় দুই শ ছোটগল্প, উপন্যাস, কবিতা ও অন্যান্য রচনা।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে খোন্দকার ফজলুর রহমান (ফিউরি) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।সাতদিনের সেরা