kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী আটক

অনলাইন ডেস্ক   

১৫ মে, ২০২১ ১১:২৩ | পড়া যাবে ১ মিনিটেজামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী আটক

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৪ মে) দিবাগত রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে সাতকানিয়া থানা পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে। এই অভিযোগে তাকে আটক করা হয়েছে। ওই ঘটনায় হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। সাতদিনের সেরা