kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

ঈদ এবং দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণের বর্ষপূর্তি

নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক   

১৩ মে, ২০২১ ১৯:৫১ | পড়া যাবে ১ মিনিটেনগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মেয়র আতিক

ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলাম পবিত্র ঈদ-উল-ফিতর এবং দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষ্যে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

আজ বৃহস্পতিবার নগরবাসীর উদ্দেশ্য প্রদত্ত এক বক্তৃতায় তিনি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি ও সম্বৃদ্ধি কামনা করেন।

মেয়র নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে অদ্যাবধি নগরবাসীর কল্যাণে গৃহীত ও বাস্তবায়িত জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন এবং অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।সাতদিনের সেরা