kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

সিরাজগঞ্জে এক শ পরিবারে ঈদ উপহার তুলে দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক   

১২ মে, ২০২১ ১৭:০৪ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জে এক শ পরিবারে ঈদ উপহার তুলে দিল ছাত্রলীগ

সিরাজগঞ্জে এক শ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে ছাত্রলীগ। সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ও বাগবাটি ইউনিয়নের কয়েকটি গ্রামে ছাত্রলীগের চলমান কর্মসূচির অংশ হিসেবে এ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ অসহায় মানুষদের হাতে এ উপহারসামগ্রী তুলে দেন।

তিনি বলেন, ঈদ মানে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি, সমাজের সব স্তরের মানুষের সঙ্গে মিশে যাওয়া। করোনা মহামারি চলাকালীন গত বছরের মতো এ বছরও সাধারণ অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করছে ছাত্রলীগ।

সিরাজগঞ্জের গণমানুষের নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং বাংলাদেশ ছাত্রলীগের চলমান কর্মসূচি হিসেবে আজ ১০০ অসহায়-দরিদ্র পরিবারের মাঝে দেশরত্ন শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে ঈদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

উপহারসামগ্রীর মধ্যে ছিল, চিনিগুঁড়া চাল, সয়াবিন তেল, লাচ্ছা সেমাই, সেমাই, চিনি, লবণ, সুজি, গুঁড়া দুধ, ডাল, আলু।সাতদিনের সেরা