kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

অনলাইন ডেস্ক   

৭ মে, ২০২১ ২০:১১ | পড়া যাবে ১ মিনিটেখালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

ফাইল ফটো

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ শুক্রবার রাত আটটায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন।

চিকিৎসকরা জানান, খালেদা জিয়াকে আজকেও পরীক্ষা-নিরীক্ষা করেছে মেডিকেল বোর্ড। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে তবে অধিকতর চিকিৎসার জন্য তাঁকে বিদেশ নেওয়া যেতে পারে।

ডা. জাহিদ বলেন, ‘খালেদা জিয়ার যেসব পরীক্ষা গতকাল এবং আজ সকালে করানো হয়েছে মেডিকেল বোর্ডের সদস্যরা সেগুলো রিভিউ করেছেন। তারা পরীক্ষা-নিরীক্ষা করে তার চেস্টের অবস্থা দেখেছেন। কিছু পরিমাণ ট্রিটমেন্ট, কিছু অ্যাডজাস্টমেন্ট করেছেন এবং সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে।’সাতদিনের সেরা