kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

মুক্তিযোদ্ধা অনুপ ভট্টাচার্যের প্রতি শোক ও শ্রদ্ধা

‘মুক্তিযুদ্ধে অনুপ ভট্টাচার্যের কণ্ঠ শক্তি-সাহস যুগিয়েছে’

নিজস্ব প্রতিবেদক   

৭ মে, ২০২১ ১৬:০৮ | পড়া যাবে ১ মিনিটে‘মুক্তিযুদ্ধে অনুপ ভট্টাচার্যের কণ্ঠ শক্তি-সাহস যুগিয়েছে’

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও বিখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য আজ প্রয়াত হয়েছেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’ সহ বহু সমবেত গানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত এই কণ্ঠশিল্পী।

তুমুল জনপ্রিয় গান ‘বৈশাখী মেঘের কাছে’, ‘সুখ পাখি রে’ এর মতো অনেক গানে সুরারোপ করেন এই বিখ্যাত সুরকার।

৭৬ বছর বয়সী এই মহান শিল্পীর প্রয়াণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি-বিষয়ক উপ-কমিটি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

উপ-কমিটির আহবায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মঞ্চসারথী আতাউর রহমান শোক জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের এই অকুতোভয় কণ্ঠযোদ্ধার মৃত্যু আমাদের জন্য অপুরণীয় ক্ষতি।

উপ-কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল শোকবার্তায় বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এবং মুক্তির সংগ্রামে অনুপ ভট্টাচার্যের কণ্ঠ শক্তি-সাহস যুগিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে। তাঁর অভাব বাঙালির জন্য অত্যন্ত বেদনার।

নেতৃবৃন্দ অনুপ ভট্টাচার্যের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।সাতদিনের সেরা