kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক   

১ মে, ২০২১ ২০:৩৮ | পড়া যাবে ১ মিনিটেদেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

ফাইল ফটো

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গা।  এছাড়া ঢাকাসহ এর পাশ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বয়ে যেতে পারে দমকা হাওয়া।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আজ শনিবার (১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া, রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী, নেত্রকোনা, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও পটুয়াখালি অঞ্চলসহ ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কোনো কোনো স্থানে কমার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।সাতদিনের সেরা