kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ, বিএনপি কর্মীকে জামিন দেননি হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক   

২৮ এপ্রিল, ২০২১ ১৮:৪৬ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ, বিএনপি কর্মীকে জামিন দেননি হাইকোর্ট

চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় গত ২৯ মার্চ পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আবু বকর সিদ্দিক নামের বিএনপির এক কর্মীকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। জামিন আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান ও সহকারি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শাহ নেওয়াজ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৯ মার্চ চট্টগ্রামের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকে মহানগর বিএনপি। এই সমাবেশে আগত নেতাকর্মীদের সঙ্গে কাজীর দেউড়ি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পরদিন দুটি মামলা হয়। পুলিশ ঘটনার সময় কমপক্ষে ১৫জনকে গ্রেপ্তার করে। এই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন আবু বকর সিদ্দিক।সাতদিনের সেরা