kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

‘ডিজিটাল ইকোসিস্টেমের বিকাশ’ নিয়ে ভার্চুয়াল বৈঠক শুরু

অনলাইন ডেস্ক   

২৭ এপ্রিল, ২০২১ ১৫:৪২ | পড়া যাবে ২ মিনিটে‘ডিজিটাল ইকোসিস্টেমের বিকাশ’ নিয়ে ভার্চুয়াল বৈঠক শুরু

‘ডিজিটাল ইকোসিস্টেমের বিকাশ : ই-কমার্সের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল বৈঠক শুরু হয়েছে। দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ এবং অন্যতম শীর্ষ গণমাধ্যম কালের কণ্ঠ যৌথভাবে এই ভার্চুয়াল গোলটেবিল বৈঠক আয়োজন করেছে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় এ বৈঠক শুরু হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।

অতিথি হিসেবে আছেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কামাল কাদির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্রাটেজি অফিসার সোলাইমান আলম, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার এবং এটুআই-এর হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামিল।

সেশন সভাপতির দায়িত্ব পালন করছেন দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক। অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে আছেন দৈনিক কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমী।

অতিথি আলোচক হিসেবে উপস্থিত আছেন এস এস বি লেদারের ব্যবস্থাপনা পরিচালক আরিয়ান আহমেদ, রিভানা অর্গানিকের প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামান ও প্লানেট টিস্যু পেপার অ্যান্ড ন্যাপকিনের প্রতিষ্ঠাতা রাহাদ হোসেন।

ভার্চুয়াল বৈঠক দেখুন-সাতদিনের সেরা