kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

ভার্চুয়াল শুনানিতে বুধবার জামিন পেলেন ১৩৪৯ কারাবন্দি

অনলাইন ডেস্ক   

২২ এপ্রিল, ২০২১ ১০:২৩ | পড়া যাবে ১ মিনিটেভার্চুয়াল শুনানিতে বুধবার জামিন পেলেন ১৩৪৯ কারাবন্দি

সারা দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে গতকাল বুধবার (২১ এপ্রিল) এক হাজার ৩৪৯ জন কারাবন্দিকে জামিন দেওয়া হয়েছে। 

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছেন।

সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারা দেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

সাইফুর রহমান আরো জানান, গত ১২ এপ্রিল এক হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল তিন হাজার ২৪০ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল এক হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল এক হাজার ৬৩৫ জন, ২০ এপ্রিল এক হাজার ৫৭৬ জন ও ২১ এপ্রিল এক হাজার ৩৪৯ জন অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। মোট সাত কার্যদিবসে ১৩ হাজার ৬০৭ জন হাজতি জামিনে মুক্তি পেয়েছেন।সাতদিনের সেরা