kalerkantho

রবিবার । ২৬ বৈশাখ ১৪২৮। ৯ মে ২০২১। ২৬ রমজান ১৪৪২

করোনায় মারা গেলেন ঢাবি অধ্যাপক নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক   

১৮ এপ্রিল, ২০২১ ০৯:৫৭ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় মারা গেলেন ঢাবি অধ্যাপক নজরুল ইসলাম

অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান। গতকাল শনিবার (১৭ এপ্রিল) গভীর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খানের বয়স হয়েছিল ৬২ বছর।

ফেসবুকে দেওয়া একটি পোস্টে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া লিখেছেন, 'আমাদের শিক্ষক ড. নজরুল ইসলাম খানের মৃত্যুতে ভারাক্রান্ত মনে গভীর শোক প্রকাশ করছি। তিনি গত কয়েকদিন যাবৎ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন'।

আগামীকাল জোহরের নামাজের পর উত্তরা সেক্টর-৩ জামে মসজিদে অধ্যাপক নজরুলের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেক্টর-৪ এর কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে বলে জানান অধ্যাপক নিজামুল। সাতদিনের সেরা