kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

'বাঙালির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন কবরী'

অনলাইন ডেস্ক   

১৭ এপ্রিল, ২০২১ ১০:৩২ | পড়া যাবে ১ মিনিটে'বাঙালির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন কবরী'

'বাংলা চলচ্চিত্র বিকাশে অভিনেত্রী সারাহ বেগম কবরীর অবদান অবিস্মরণীয়। তাঁর মৃত্যু এ দেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি। বাঙালি জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন তিনি'।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে দেওয়া শোকবার্তায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ড. মোমেন।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'অসাধারণ প্রতিভাবান অভিনেত্রী কবরী বাঙালি জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। বাংলা চলচ্চিত্র বিকাশে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর মৃত্যু এ দেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি'।

ড. মোমেন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।সাতদিনের সেরা