kalerkantho

বুধবার । ২৮ বৈশাখ ১৪২৮। ১১ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

করোনায় ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই ৫৯ মৃত্যু

অনলাইন ডেস্ক   

১৬ এপ্রিল, ২০২১ ১৭:৩১ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই ৫৯ মৃত্যু

ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে মারা গেছেন ১০১ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৯ জন রয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৯, চট্টগ্রামে ২০, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪, সিলেটে ১ জন, রংপুরে ৬ জন ও ময়মনসিংহে ৩ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ১০১ জনের মধ্যে পুরুষ ৬৭ ও নারী ৩৪ জন। এদের মধ্যে ৯৪ জন হাসপাতালে এবং বাড়িতে ৭ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট মৃত ১০ হাজার ১৮২ জনের মধ্যে পুরুষ সাত হাজার ৫৬৬ এবং নারী দুই হাজার ৬১৬ জন।সাতদিনের সেরা