kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

বিচার ব্যবস্থায় আবদুল মতিন খসরুর অবদান অসামান্য : রওশন

নিজস্ব প্রতিবেদক   

১৪ এপ্রিল, ২০২১ ২০:৪৮ | পড়া যাবে ১ মিনিটেবিচার ব্যবস্থায় আবদুল মতিন খসরুর অবদান অসামান্য : রওশন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক আইন মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

আজ বুধবার এক শোকবার্তায় রোশন এরশাদ বলেন, বাংলাদেশের বিদ্যমান বিচার ব্যবস্থাকে আমূল সংস্কার ও যুগোপযোগী করার ক্ষেত্রে আবদুল মতিন খসরুর অসামান্য অবদান রয়েছে। নিরহংকারী, সদালোপী আবদুল মতিন খসরু জনগণের ভালবাসায় সিক্ত হয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি সংসদে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মতিন খসরু দক্ষতা ও সুনামের দায়িত্ব পালন করছিলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন খসরুর মহান মুক্তিযুদ্ধে অপরিসীম অবদান রেখেছেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক ও আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। যা সহজে পূরণ হবার নয়।

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  সাতদিনের সেরা