kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

খালেদা জিয়া করোনা আক্রান্ত জানিয়ে ফখরুল বললেন

‘খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন’

অনলাইন ডেস্ক   

১১ এপ্রিল, ২০২১ ১৭:১৮ | পড়া যাবে ১ মিনিটে‘খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন’

ফাইল ছবি।

বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত বলে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১১ এপ্রিল) বিকেলে বিএনপি মহাসচিব গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসময় তিনি বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন। শনিবার আইসিডিডিআরবিতে পরীক্ষায় দেশনেত্রীর করোনা পজিটিভ আসে।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা তার সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়া করার আহ্বান জানাচ্ছি। খালেদা জিয়া বর্তমানে তার চিকিৎসক এফএম সিদ্দিকীর অধীনে বাসায় আইসোলেশনে আছেন। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন এর আগে শনিবার (১০ এপ্রিল) গণমাধ্যমকে বলেছিলেন, খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়নি, এ বিষয়ে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা আমি বলতে পারবো না। তাকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু অবশেষে সংবাদ সম্মেলনে এসে তিনি জানালেন বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত।সাতদিনের সেরা