kalerkantho

বুধবার । ২৮ বৈশাখ ১৪২৮। ১১ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

মামুনুলের 'ভাগ্য নির্ধারণ' বৈঠক করছে হেফাজত

অনলাইন ডেস্ক   

১১ এপ্রিল, ২০২১ ১৬:৪৯ | পড়া যাবে ২ মিনিটেমামুনুলের 'ভাগ্য নির্ধারণ' বৈঠক করছে হেফাজত

মামুনুল ইস্যুসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেছে হেফাজতে ইসলাম। আজ রবিবার সকাল ১১টা থেকে চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় এ বৈঠকে বসেছে সংগঠনটি। তবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে বৈঠকে।

এই বৈঠকে মামুনুলের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত আসতে পারে। তাকে নিয়ে সৃষ্ট বিতর্ককে কেন্দ্র করে নিজেই দলের পদ থেকে অব্যাহতি নিতে পারেন। বাধ্যও করা হতে পারে অব্যাহতির জন্য। তবে বৈঠক শেষ হওয়ার আগে কেউ মুখ খুলতে রাজি না। হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী গণমাধ্যমকে বলেন, ‘এখনো বৈঠক চলছে। বৈঠক শেষে জানতে পারবেন'।

গত ৩ এপ্রিল এক নারীর সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে অবকাশযাপনের সময় হাতেনাতে ধরা পড়েন হেফাজতে ইসলাম নেতা মামুনুল হক। তিনি দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চলমান বিতর্কে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে হেফাজতে ইসলামের ভেতরে। একের পর এক ফোনালাপ ফাঁস, দ্বিতীয় স্ত্রীর বড় ছেলের অনলাইন বক্তব্যসহ নানা তথ্য বিশ্লেষণ করে সংগঠনটির ভেতরে বেশ জটিল পরিস্থিতির আভাস পাওয়া গেছে। অনেকের মতে, সার্বিক ঘটনায় ঘরে-বাইরে বেশ চাপের মুখে পড়েছেন মামুনুল হক।

এ নিয়ে গত ৫ এপ্রিল (সোমবার) দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের জরুরি বৈঠক জামিয়া রাহমানিয়ায় অনুষ্ঠিত হয়। সেখানে মামুনুলের বিয়েকে 'বৈধতা' দেওয়া হয়।

গত ৮ এপ্রিল বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লাইভে এসে কৃতকর্মের জন্য ক্ষমা চান মামুনুল হক। তবে পরদিন বিতর্কের মুখে সেই লাইভ ভিডিওটি মুছে ফেলেন তিনি।সাতদিনের সেরা