kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

খালেদার করোনা : জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন ফখরুল

অনলাইন ডেস্ক   

১১ এপ্রিল, ২০২১ ১৬:১২ | পড়া যাবে ১ মিনিটেখালেদার করোনা : জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন ফখরুল

ফাইল ছবি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। আজ রবিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, খালেদা জিয়ার করোনা রিপোর্ট নিয়ে দিনভর যেসব ঘটনা ঘটেছে তা খোলাসা করতেই এ সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার করোনার নমুনা নেওয়া হয়নি। তার করোনা পজিটিভ বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তবে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। দণ্ড নিয়ে তিন বছর আগে তাঁকে কারাগারে যেতে হয়। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ 'মানবিক বিবেচনা'য় শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।সাতদিনের সেরা