kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

বিএফইউজের শোক

‘হাসান শাহরিয়ার ছিলেন সাংবাদিকদের অন্তর্গত শক্তি’

অনলাইন ডেস্ক   

১০ এপ্রিল, ২০২১ ২১:৫০ | পড়া যাবে ১ মিনিটে‘হাসান শাহরিয়ার ছিলেন সাংবাদিকদের অন্তর্গত শক্তি’

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ।

নেতৃদ্বয় আজ শনিবার এক শোকবার্তায় বলেন, মেধাবী ও প্রতিভাবান সাংবাদিক হাসান শাহরিয়ার ছিলেন মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিকদের অন্তর্গত শক্তি। তিনি ছিলেন আলোকবর্তিকাতুল্য একজন অভিভাবক, যাকে সাংবাদিক সমাজ দুঃসময়ে কাছে পেয়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার শক্তি সঞ্চয় করতে পারতো। তার মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হলো।

নেতৃদ্বয় বলেন, কূটনৈতিক সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ সাংবাদিক হাসান শাহরিয়ার ইত্তেফাকের পাশাপাশি আন্তর্জাতিক সাময়িকী নিউজ উইক, আরব নিউজ, ডেকান হ্যারাল্ডসহ বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের প্রতিনিধি ছিলেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিএফইউজে'র সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃদ্বয়।সাতদিনের সেরা