kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

দেশের পাঁচ বিভাগে আজ ঝড়-বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক   

১০ এপ্রিল, ২০২১ ১২:২৫ | পড়া যাবে ১ মিনিটেদেশের পাঁচ বিভাগে আজ ঝড়-বৃষ্টির আভাস

ফাইল ছবি।

দেশের পাঁচ বিভাগের দুই-এক জায়গায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামীকাল  রবিবার (১১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টায় দেশের পাঁচটি অঞ্চলে ঝড়বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঈশ্বরদীতে ১২ মিলিমিটার। এরপর টাঙ্গাইলে ৩ ও রাজশাহীতে ২ মিলিমিটার। ঢাকা ও ময়মনসিংহেও বৃষ্টি হয়েছে সামান্য।সাতদিনের সেরা