স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে তার মেয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। তারা পল্লবীর নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী বৃহষ্পতিবার কালের কণ্ঠকে বলেন, উপসর্গ থাকায় আমি ও আমার মেয়ে নমুনা দিয়েছিলাম। গতকাল (বুধবার) আমাদের রিপোর্ট আসে পজিটিভ। আমরা বাসায়ই আছি।
২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর সৈয়দ হায়দার আলী প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। সৈয়দ হায়দার আলীর রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মন্তব্য