kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এনামুল হক আর নেই

অনলাইন ডেস্ক   

৭ এপ্রিল, ২০২১ ২৩:৪২ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এনামুল হক আর নেই

সাংবাদিক এনামুল হক

সাংবাদিক এনামুল হক আর নেই। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

এনামুল হক দীর্ঘদিন দৈনিক বাংলায় কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর অনুবাদ ও লেখা জনকণ্ঠে নিয়মিত ছাপা হতো। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।

এনামুল হক স্ত্রী, এক ছেলে ও দুই নাতিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল ফজর বাদ মোহাম্মদপুর রোড জামে মসজিদ নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা