kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক    

৫ এপ্রিল, ২০২১ ১৪:৪৫ | পড়া যাবে ২ মিনিটেঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন ইশরাক

মা ও ভাইকে নিয়ে জন্মদিনের কেক কাটছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: কালের কণ্ঠ

বিএনপির বৈদেশিকবিষয়ক উপ-কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সবশেষ নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জন্মদিন আজ।

এ উপলক্ষে গতকাল রবিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার পরপরই রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবনে পারিবারিকভাবে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় তাঁর মা ও ভাই উপস্থিত ছিলেন। জন্মদিন উপলক্ষে সারা দেশ থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের লাখো নেতাকর্মী বিশেষ করে তরুণ নেতাকর্মী ও ভক্তরা তাদের এই আইকনিক নেতাকে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তার আগামীর পথচলা যেন আরো সাফল্যমণ্ডিত হয় সেই দোয়া করেন সবাই।

ইঞ্জিনিয়ার ইশরাক ১৯৮৭ সালের এই দিনে সমন্বিত ঢাকার সর্বশেষ মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা এবং ইসমত আরার কোলজুড়ে আসেন এই পৃথিবীতে। পড়াশোনা করেছেন বাংলাদেশের স্কলাস্টিকা ও  যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে। গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন হার্টফোর্ডশায়ারের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে।

পড়াশোনা শেষে ইশরাক দেশে ফিরে মনস্থির করেন বাবার মতোই জনগণের সেবায় আত্মনিয়োগের। অতি অল্প সময়েই এখন তিনি পুরোদস্তুর একজন রাজনীতিবিদ। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে আসনটি ছেড়ে দেন ঐক্যজোটকে। এর পরই ২০২০ সালের সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত  মেয়রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

করোনা মহামারিতে একজন প্রথম সারির যোদ্ধা বিএনপির এই তরুণ নেতা। একইভাবে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই।

মন্তব্যসাতদিনের সেরা