kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

বাবুনগরী ও মামুনুল হকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ইনুর

অনলাইন ডেস্ক   

৪ এপ্রিল, ২০২১ ১৭:৫৪ | পড়া যাবে ১ মিনিটেবাবুনগরী ও মামুনুল হকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ইনুর

ফাইল ছবি।

চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জায়গায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, এমপি। জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে রবিবার (৪ এপ্রিল) তিনি এ দাবি জানান।

২৬ থেকে ২৮ মার্চ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা উল্লেখ করে ইনু বলেন, হেফাজতে ইসলাম যেটা করেছে তা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি, কুষ্টিয়ায় ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনা সবই আমাদের নজরে নেওয়া উচিত।

হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু রাষ্ট্রের প্রতীক। বঙ্গবন্ধুর ওপর আক্রমণ হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। রাষ্ট্রকে অস্বীকার করা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ছাড়াও হেফাজত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ করেছে। এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মহাচক্রান্ত। এটা গুরুত্বের সঙ্গে দেখতে হবে।সাতদিনের সেরা