kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

পুলিশের গুলিতে হতাহতের দায় সরকারের : জি এম কাদের

অনলাইন ডেস্ক   

২৯ মার্চ, ২০২১ ২০:৩৬ | পড়া যাবে ১ মিনিটেপুলিশের গুলিতে হতাহতের দায় সরকারের : জি এম কাদের

দেশে সাম্প্রতিক সময়ে চলমান সহিংসতা-সংঘাত ও হানাহানির ফলে প্রাণহানির ঘটনার শান্তিপূর্ণ অবসান ঘটানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

আজ সোমবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়ে আরো বলেন, অনতিবিলম্বে চলমান বিরোধ ও সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটাতে হবে।

বিবৃতিতে তিনি সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, গত কয়েক দিনের বিক্ষোভে বিপুলসংখ্যক হতাহতের ঘটনা ঘটে গেছে। সরকারের সাথে যদি কোনো মহলের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়, তার মীমাংসা রক্তাক্ত পথে হতে পারে না। এটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয়। দমন-পীড়নে সংকট আরো ঘনীভূত হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপনের মধ্যে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তা দ্রুত অবসান ঘটাতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের মধ্যে পুলিশের গুলিতে যে হতাহতের ঘটনা ঘটেছে-তার দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে।সাতদিনের সেরা