জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করছে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধাসহ একটি প্রতিনিধিদল।
আজ রবিবার (২৮-০৩-২০২১) প্রতিনিধিদলটি ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে মতবিনিময় করেন।
ভারতীয় প্রতিনিধিদলটির নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল শ্রীঞ্জয় প্রতাপ সিং, ওয়াই এস এম। ৬৮ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২১ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ২৫ মার্চ ২০২১ তারিখ থেকে বাংলাদেশ সফর করছেন। সফরকালে তারা স্বাধীনতা দিবস-২০২১ উদযাপনের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন। প্রতিনিধি দলটির এই সফর দুই দেশের মধ্যে বিরাজমান সহযোগিতামূলক এবং ভাতৃ প্রতিম সম্পর্ককে আরো সুসংহত করবে বলে আশা করা যায়।
মন্তব্য