দুর্নীতি মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির বিদেশ যাবার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে দুদকের করা আবেদনের ওপর আগামী ৫ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে। একইসঙ্গে নরসিংদীর ব্যবসায়ী আতাউর রহমানের বিদেশ যাবার ক্ষেত্রে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা আবেদনের ওপর শুনানি হবে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান রবিবার এক আদেশে এ দিন ধার্য করেছেন। দুদক হাইকোর্টের রায় স্থগিত চাইলেও আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। অপরপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও মুন্সী মনিরুজ্জামান।
হাইকোর্ট গত ১৬ মার্চ নরসিংদীর আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর রহমানের বিদেশ যাবার ওপর দুদকের নিষেধাজ্ঞা অবৈধ বলে রায় দেন। এই রায়ে বলা হয়, বিদেশ যাবার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে দুদকের সুনির্দিস্ট আইন বা বিধি নেই। একারণে এবিষয়ে দ্রুত সুনির্দিস্ট আইন বা বিধিমালা করা প্রয়োজন। তাই আশা করছি, এবিষয়ে দুদক বা সংশ্লিস্ট মন্ত্রণালয় আইন বা বিধি করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আদালত আরো বলেন, বিদেশ যাবার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে যতদিন আইন বা বিধি প্রনয়ন না করা হচ্ছে, ততদিন সংশ্লিস্ট বিশেষ জজ আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে দুদক গত আবেদন করে।
জানা যায়, দুর্নীতি দমন কমিশন(দুদক) ২০২০ সালের ২৪ আগস্ট আতাউর রহমানের সম্পদের তথ্য চেয়ে নোটিশ দেয়। এই নোটিশের পর ২২ অক্টোবর তিনি তার সম্পদের তথ্য দুদকে দাখিল করেন। দুদক সম্পদের তথ্য পেয়ে অনুসন্ধানে নামে। এই অনুসন্ধানকালে গতবছর ২০ ডিসেম্বর আতাউর রহমানের বিদেশ যাবার ওপর নিষেধাজ্ঞা দিয়ে পুলিশের বিশেষ শাখায় (এসবি) চিঠি দেয় দুদক। এ অবস্থায় এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন আতাউর রহমান।
মন্তব্য