kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

নুরদের শাহবাগের বিক্ষোভ সমাবেশ স্থগিত

অনলাইন ডেস্ক   

২৬ মার্চ, ২০২১ ১১:৩০ | পড়া যাবে ১ মিনিটে



নুরদের শাহবাগের বিক্ষোভ সমাবেশ স্থগিত

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। (বৃহস্পতিবারের ছবি)

রাজধানীর মতিঝিলে মোদীবিরোধী সমাবেশে হামলার প্রতিবাদে ঘোষণা করা শাহবাগের বিক্ষোভ কর্মসূচী স্থগিত করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ।

শুক্রবার (২৬ মার্চ)  ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঘোষিত প্রোগ্রামটি স্থগিত করা হল।

এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ কর্মসূচির ঘোষণা দেন ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।

মন্তব্য



সাতদিনের সেরা