kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

চট্টগ্রামে ২৭ মার্চের সমাবেশ থেকে পিছু হটল বিএনপি!

নূপুর দেব, চট্টগ্রাম   

২২ মার্চ, ২০২১ ০২:০১ | পড়া যাবে ৩ মিনিটেচট্টগ্রামে ২৭ মার্চের সমাবেশ থেকে পিছু হটল বিএনপি!

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে সমাবেশ করছে না বিএনপি। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সমাবেশ করার প্রস্তুতি নিলেও হঠাৎ তা থেকে সরে আসায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে ২৭ মার্চ বেতার কেন্দ্রে শ্রদ্ধা জানানো হবে সংগঠন সূত্রে জানা গেছে।

বিএনপি সমাবেশ থেকে পিছু হটলেও ওই দিন সকাল ৬টা থেকে কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে চান্দগাঁও থানা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে (আওয়ামী লীগ সমর্থিত) ‘মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ’ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই স্থানে আগামী ২৬ ও ২৭ মার্চ চান্দগাঁও থানা ছাত্রলীগও কর্মসূচি ঘোষণা করেছে।

একই স্থানে একাধিক সংগঠনের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হলেও গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত কোনো সংগঠনের পক্ষ থেকে নগর পুলিশের অনুমতি চাওয়া হয়নি বলে জানা গেছে। তবে বিএনপি এবং চান্দগাঁও থানা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতারা জানান, তাঁরা কর্মসূচি পালনের জন্য পুলিশের বিশেষ শাখায় (এসবি) অনুমতি চেয়েছেন। এর মধ্যে বিএনপি ২৭ মার্চ বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং চান্দগাঁও থানা মুক্তিযোদ্ধা কমান্ড থেকে ২৭ মার্চ দিনব্যাপী কর্মসূচি পালনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। অন্যদিকে বিএনপির যেখানে সমাবেশ করার কথা, স্বাধীনতা কমপ্লেক্স (পার্ক) কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় সেখানে বিএনপিকে সমাবেশের অনুমতি না দিতে প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে।

আগামী ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে সমাবেশের জন্য বিএনপি অনুমতি চেয়েছে কি না জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (বিশেষ শাখা) মনজুর মোর্শেদ গতকাল কালের কণ্ঠকে বলেন, '২৭ মার্চ কর্মসূচি পালনের জন্য কেউ অনুমতি চায়নি। শ্রদ্ধা নিবেদনের জন্য অনুমতি চাওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি নাসূচক জবাব দেন।' পরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড থেকে অনুমতি চাওয়া হয়েছে কি না জানতে চাইলে মনজুর মোর্শেদ বলেন, ‘আমাদের কাছে কেউ অনুমতি চাইনি।'

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সদস্যসচিব মাহবুবের রহমান শামীম কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ২৭ মার্চ সকাল ১১টায় কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জানানো হবে। এ সময় দলের কেন্দ্রীয় মহাসচিবসহ জাতীয় নেতারা থাকবেন।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৭ মার্চ চট্টগ্রামে সমাবেশ হবে না। সমাবেশ কর্মসূচি বাতিল করা হয়েছে। জাতীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে বেতার কেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর জন্য আমরা গত সপ্তাহে প্রস্তুতিসভা করেছি।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘শ্রদ্ধা জানানোর জন্য আমরা অনুমতি চেয়েছি। এখনো পাইনি। সমাবেশ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শ্রদ্ধা জানাতে সব দিক থেকে প্রচুর মানুষ আসবে।’

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সরকার ও স্থানীয় প্রশাসন এবং দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করেই আমরা কর্মসূচি উদযাপন করব। এর জন্য আগামীকাল (আজ রবিবার) নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আহ্বান করা হয়েছে।’

চান্দগাঁও থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. কুতুব উদ্দিন চৌধুরী বলেন, ‘২৭ মার্চ বেতার কেন্দ্রের পাশে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশের প্রস্তুতি নিচ্ছি। সমাবেশের পাশাপাশি সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আমাদের কর্মসূচি রয়েছে।’সাতদিনের সেরা